ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) কোনো ধরনের চাপে নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।
তিনি জানান, রাজনৈতিক দলগুলো যেসব অভিযোগ দায়ের করেছে, কমিশন তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। মঙ্গলবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং বুধবার প্রতীক বরাদ্দের পরদিন থেকেই শুরু হবে ভোটের আনুষ্ঠানিক প্রচার।
সোমবার (১৯ জানুয়ারি) নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রিজাইডিং অফিসারদের পোস্টাল ব্যালট গণনা বিষয়ক প্রশিক্ষণ চলাকালে সাংবাদিকদের এসব কথা বলেন ইসি আনোয়ারুল। এদিন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন পুলিশ আইজিপি বাহারুল আলম, যেখানে নির্বাচনের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এদিকে, পোস্টাল ব্যালটে পক্ষপাতিত্ব, একটি বিশেষ দলকে সুবিধা প্রদান এবং শাকসু নির্বাচন নিয়ে বিতর্কিত প্রজ্ঞাপনের প্রতিবাদে নির্বাচন কমিশনের সামনে দুই দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করে আসছিল ছাত্রদল।
সোমবার সন্ধ্যায় নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজের সঙ্গে আলোচনার পর ইসির আশ্বাসে কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
ডিবিসি/এনএসএফ