ইতালির মিলান বেরগামো বিমানবন্দরে উড্ডয়নের আগমুহূর্তে একটি বিমানের ইঞ্জিনে ঢুকে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনার পর মঙ্গলবার (৮ই জুলাই) সকাল থেকে বিমানবন্দরের সকল ফ্লাইট চলাচল স্থগিত করে দেওয়া হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, নিহত ব্যক্তি কোনো যাত্রী বা বিমানবন্দরের কর্মী ছিলেন না। তিনি অনধিকারভাবে রানওয়ের কাছাকাছি ট্যাক্সিওয়েতে প্রবেশ করেছিলেন। ঠিক সেই মুহূর্তে স্প্যানিশ এয়ারলাইন ভলোটিয়ার একটি এয়ারবাস এ৩১৯ উড়োজাহাজ উড্ডয়নের জন্য প্রস্তুতি নিচ্ছিল এবং এর ইঞ্জিনের মধ্যে ব্যক্তিটি ঢুকে যান।
স্থানীয় সময় সকাল ১০:২০ মিনিটে এই মারাত্মক দুর্ঘটনার পর বিমানবন্দরের সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। কীভাবে ওই ব্যক্তি বিমানবন্দরের মতো একটি সুরক্ষিত এলাকার নিরাপত্তা ভেদ করে ট্যাক্সিওয়েতে প্রবেশ করলেন, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। এই ঘটনার জেরে বিমান চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটে। মিলান বেরগামোতে অবতরণ করার কথা ছিল এমন অনেক ফ্লাইটকে নিকটবর্তী মিলান মালপেনসা, ভেরোনা এবং বোলোনিয়া বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হয়। এছাড়া, বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল এমন অনেক ফ্লাইটও বাতিল করা হয়েছে।
যাত্রীদের তাদের ফ্লাইটের সর্বশেষ অবস্থা জানতে এবং বিকল্প ব্যবস্থা গ্রহণের জন্য নিজ নিজ এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
ডিবিসি/এএনটি