বাংলাদেশ, রাজধানী

বিমান দুর্ঘটনার আতঙ্ক কাটিয়ে মাইলস্টোন কলেজে পাঠদান শুরু

ডিবিসি ডেস্ক

ডিবিসি নিউজ

বুধবার ৬ই আগস্ট ২০২৫ ১০:২৩:০৫ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজধানীর উত্তরায় বিমান দুর্ঘটনার ভয়াবহতা কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক কার্যক্রমে ফিরছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ।

দুর্ঘটনার পর ১২ দিনের ছুটি এবং দুই দিনের বিশেষ কাউন্সিলিং শেষে বুধবার (৬ই আগস্ট) থেকে প্রতিষ্ঠানটিতে নবম থেকে দ্বাদশ শ্রেণির পাঠদান শুরু হয়েছে।

 

বুধবার সকাল সাড়ে ৮টা থেকে শিক্ষার্থীদের পদচারণায় আবারও মুখরিত হতে শুরু করে মাইলস্টোন কলেজ প্রাঙ্গণ। তবে পুরোদমে ক্লাস শুরু হলেও শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা শাহ্‌ বুলবুল জানান, দুর্ঘটনার পর প্রথম দুই দিন ক্যাম্পাসে দোয়া মাহফিল ও মানসিক প্রশমন কর্মসূচির আয়োজন করা হয়। আজ থেকে নিয়মিত ক্লাস শুরু হলেও শিক্ষার্থীদের মানসিক ট্রমা কাটিয়ে তুলতে আগামী তিন মাস মনোসামাজিক কাউন্সেলিং কার্যক্রম অব্যাহত থাকবে।

 

কলেজের অধ্যক্ষ মো. জিয়াউল আলম বলেন, "এই মুহূর্তে শিক্ষার্থীদের মানসিক সমর্থন দেওয়াই আমাদের প্রধান কাজ। আমরা কোনো শিক্ষার্থীকে ক্যাম্পাসে আসতে জোর করছি না। অভিভাবকদের মতামতের ভিত্তিতেই ধাপে ধাপে তাদের ফেরানো হচ্ছে।" তিনি আরও জানান, দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ছাত্রীদের ওপর মানসিক প্রভাব বেশি হওয়ায় তাদের জন্য বিশেষ সেশনের ব্যবস্থা করা হয়েছে। ধারাবাহিক পর্যবেক্ষণের মাধ্যমে যাদের প্রয়োজন, তাদের জন্য দীর্ঘমেয়াদী কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হবে।

 

প্রাথমিকভাবে নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হলেও প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের ক্লাসগুলো পরবর্তী সময়ে ধাপে ধাপে চালু করা হবে বলে কলেজ প্রশাসন জানিয়েছে।

 

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সহায়তায় ব্র্যাক, বাংলাদেশ বিমান বাহিনী, স্বাস্থ্য অধিদপ্তর এবং কলেজের নিজস্ব মনোবিদদের সমন্বয়ে একটি বিশেষজ্ঞ দল কাজ করছে। প্রথমে ওয়ান-টু-ওয়ান সেশন করা হলেও এখন গ্রুপ কাউন্সেলিং চলছে, যেখানে প্লে-গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সব শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করা হচ্ছে।

 

উল্লেখ্য, গত ২১ জুলাই মাইলস্টোন কলেজের কাছে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর উদ্ভূত পরিস্থিতিতে কলেজ কর্তৃপক্ষ তিন দফায় ছুটি ঘোষণা করে, যা সর্বশেষ ২রা আগস্ট পর্যন্ত বর্ধিত ছিল।
 

ডিবিসি/আরএসএল 

আরও পড়ুন