বাংলাদেশ, জাতীয়

বিমান বিধ্বস্তের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

সোমবার ২১শে জুলাই ২০২৫ ০৩:৩৮:৪৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা। সোমবার (২১শে জুলাই) সংঘটিত এই দুর্ঘটনায় হতাহতের ব্যাপারে তিনি এ শোক বার্তা প্রদান করেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক শোক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, "রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে আজ বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।"

 

তিনি আরও বলেন, "এই দুর্ঘটনায় বিমানসেনা ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-কর্মচারীসহ অন্যান্যদের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। জাতির জন্য এটি একটি গভীর বেদনার ক্ষণ।" 

 

প্রধান উপদেষ্টা এই দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। তিনি সংশ্লিষ্ট হাসপাতালসহ সকল কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি মোকাবেলার জন্য জরুরি নির্দেশ প্রদান করেছেন।

 

সরকারের পক্ষ থেকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ক্ষতিগ্রস্তদের জন্য সব ধরনের সহায়তা নিশ্চিত করা হবে বলেও তিনি তার বার্তায় উল্লেখ করেন।

ডিবিসি/এমএআর

আরও পড়ুন