বাংলাদেশ, জেলার সংবাদ

বিমান বিধ্বস্তে শতাধিক প্রাণহানির শঙ্কা জামায়াত আমিরের

রংপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২২শে জুলাই ২০২৫ ০৮:৩৬:৫২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজধানীর মাইলস্টোন স্কুলে সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় শতাধিক মানুষ নিহত হয়ে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান। যদিও প্রকৃত সংখ্যা এখনো অজানা, তবে তিনি এ ঘটনায় নিহতদের সঠিক তালিকা দ্রুত প্রকাশের জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন।

মঙ্গলবার (২২শে জুলাই) বিকেলে রংপুর সদর উপজেলার মমিনপুরে দলীয় এক কর্মীর কবর জিয়ারত করতে এসে তিনি এসব কথা বলেন। শফিকুর রহমান মাইলস্টোন স্কুলের মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

 

এ সময় তিনি দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন। জামায়াত আমির বলেন, "আগামীতে ভিক্ষুক, চোর আর চাঁদাবাজের মানসিকতা নিয়ে নয়, রাজপুত্রের মানসিকতা নিয়ে রাজনীতিতে আসতে হবে। যারা চোরের মানসিকতা নিয়ে রাজনীতিতে আসবেন, তাদের জন্য ভিক্ষাবৃত্তিই ভালো।" তিনি প্রতিশ্রুতি দেন, আগামী নির্বাচনে জামায়াতের প্রার্থীরা এমপি বা মন্ত্রী নির্বাচিত হলে কোনো সরকারি প্লট গ্রহণ করবেন না এবং করমুক্ত যানবাহনও ব্যবহার করবেন না।

 

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ দলের কেন্দ্রীয় এবং স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতা।

 

উল্লেখ্য, গত ১৯ জুলাই ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানের জাতীয় সমাবেশে যোগ দিয়ে গরমে অসুস্থ হয়ে পড়েন জামায়াতের রংপুর মহানগরীর রোকন কৃষিবিদ শাহ আলম এবং পরে মৃত্যুবরণ করেন। আজ তার গ্রামের বাড়ি মমিনপুর ইউনিয়নের মোক্তারপাড়ায় কবর জিয়ারত করতে আসেন ডাঃ শফিকুর রহমান। তিনি নিহতের কবর জিয়ারত শেষে তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান।


ডিবিসি/এমএআর

আরও পড়ুন