খেলাধুলা, ফুটবল

বিরতি শেষে ইপিএলে মাঠে নামছে চেলসি, লিভারপুল ও ম্যানচেস্টার সিটি

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

১৭ মিনিট আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আন্তর্জাতিক বিরতি শেষে আবারও ব্যস্ততা বেড়েছে ইউরোপিয়ান শীর্ষ লিগগুলোতে। ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) আজ মাঠে নামছে চেলসি, লিভারপুল ও ম্যানচেস্টার সিটি।

সন্ধ্যা সাড়ে ৬টায় বার্নলির মুখোমুখি হবে চেলসি। অ্যানফিল্ডে রাত ৯টায় লিভারপুলের আতিথ্য নেবে নটিংহ্যাম ফরেস্ট। আর রাত সাড়ে ১১টায় গুরুত্বপূর্ণ অ্যাওয়ে ম্যাচে নিউক্যাসলের চ্যালেঞ্জ নেবে ম্যানচেস্টার সিটি।

 

ইপিএলে খুব একটা ভালো সময় কাটছে না লিভারপুলের। পয়েন্ট টেবিলের আট নম্বরে অবস্থান করছে অলরেডরা। সবশেষ ৬ ম্যাচের ৫টিতেই হারের মুখ দেখেছে আর্নে স্লটের দল। তবে আন্তর্জাতিক বিরতির পর ব্যর্থতা ঝেড়ে ফেলে সালাহ-গাকপোরা ঘুরে দাঁড়াতে মরিয়া। ঘরের মাঠে তাই ফেভারিট হিসেবেই নামবে লিভারপুল।

 

অন্যদিকে, আরেক ম্যাচে নিউক্যাসলের বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি। বর্তমানে টেবিলের দুই নম্বরে অবস্থান করছে সিটিজেনরা। প্রিমিয়ার লিগে সবশেষ ৬ ম্যাচের ৫টিতেই জয় তুলে নিয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা। আর্লিং হালান্ড রয়েছেন দুর্দান্ত ফর্মে। নিউক্যাসলের বিপক্ষে জয় তুলে নিয়ে শীর্ষে থাকা আর্সেনালের ওপর চাপ সৃষ্টি করতে চায় ম্যানচেস্টার সিটি।


ডিবিসি/এএমটি

আরও পড়ুন