লিবিয়ার নিরাপত্তা আশ্রয় থেকে ১৬০ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এবং আইওএম এর সহায়তায় লিবিয়ার বুরাক এয়ারের একটি একটি বিশেষ ফ্লাইটে ভোরে তাদের ঢাকায় আনা হয়।
লিবিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামিম উজ জামান মেতিগা আন্তর্জাতিক বিমানবন্দরে প্রত্যাবর্তনকারীদের সাথে সাক্ষাৎ করেন এবং তাদেরকে বিদায় জানান।
লিবিয়ায় আটক বাকীদেরও দ্রুত সময়ের মধ্যে দেশে ফেরত পাঠাতে দূতাবাস সর্বাত্মক চেষ্টা করবে বলেও জানানো হয়েছে।