ফুটবলপ্রেমীদের অপেক্ষার প্রহর শেষ হচ্ছে আজ। বাংলাদেশ সময় রাত ১১টায় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ বিশ্বকাপের বহু কাঙ্ক্ষিত ড্র।
জন এফ কেনেডি সেন্টারের সামনে বিশ্বজুড়ে প্রদর্শিত সোনালী ট্রফিটি ঘিরে এখন টানটান উত্তেজনা। এই জমকালো আয়োজনেই ঠিক হবে আগামী বিশ্বকাপে কে কার মুখোমুখি হবে। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে থাকছেন ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি রিও ফার্ডিনান্ড এবং ব্রিটিশ-জ্যামাইকান সাংবাদিক সামান্থা জনসন। এমন ঐতিহাসিক দায়িত্ব পেয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাবেক ইংলিশ তারকা ফার্ডিনান্ড।
দীর্ঘ ৩২ বছর পর বিশ্বকাপ ফিরছে মার্কিন মুলুকে, তাই আয়োজনে ভিন্নমাত্রা যোগ করতে ফুটবলের বাইরের তারকাদেরও এক মঞ্চে আনা হচ্ছে। বাস্কেটবল কিংবদন্তি শাকিল ও’নিল, এনএফএল তারকা টম ব্র্যাডি, বেসবল তারকা অ্যারন জজ এবং আইস হকি গ্রেট ওয়েইন গ্রেটজকির মতো মার্কিন ক্রীড়াঙ্গনের নক্ষত্ররা উপস্থিত থাকবেন অনুষ্ঠানে। এছাড়াও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানা গেছে। দর্শকদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য হলো, কোনো টিভি চ্যানেলে এই ড্র সরাসরি সম্প্রচার করা হবে না। তবে ফিফা প্লাস ও ফিফার ইউটিউব চ্যানেলে বিনামূল্যে অনলাইন স্ট্রিমিংয়ের মাধ্যমে অনুষ্ঠানটি উপভোগ করার সুযোগ রয়েছে।
ডিবিসি/এফএইচআর