আসন্ন বিশ্বকাপে অংশগ্রহণ না করলে ক্রিকেট বোর্ড নয় বরং ক্রিকেটাররাই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন বলে মন্তব্য করেছেন বিসিবি পরিচালক নাজমুল ইসলাম।
মুস্তাফিজুর রহমানকে অপমান এবং নিরাপত্তা ইস্যুতে ভারতের মাটিতে গিয়ে খেলা নিয়ে বিসিবির নেতিবাচক অবস্থান এখনও অমীমাংসিত। আইসিসি ও বিসিবির ভার্চুয়াল সভার পরেও কোনো সমাধান আসেনি, তবে বোর্ড তাদের সিদ্ধান্তে অনড় রয়েছে।
এদিকে অনিশ্চয়তার মাঝেও বিশ্বকাপ খেলার আশা ছাড়ছেন না ক্রিকেটাররা। তরুণ ব্যাটার তানজিদ তামিম জানিয়েছেন, আইসিসি ও বিসিবির আলোচনা চলমান থাকায় তিনি মন্তব্য করতে চান না, তবে বিসিবির ওপর ভরসা রেখে বিপিএল দিয়ে নিজেদের প্রস্তুতি সেরে নিচ্ছেন। দলের অধিকাংশ ব্যাটার অফফর্মে থাকলেও তানজিদ সর্বশেষ ম্যাচে ৭৬ রানের ইনিংস খেলে আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন।
অন্যদিকে, ভেন্যু পরিবর্তনের চ্যালেঞ্জ নিতে হতে পারে আইসিসিকে, যেখানে শ্রীলঙ্কায় খেলার সুযোগের কথা শোনা যাচ্ছে। তবে ভেন্যু পরিবর্তনের জন্য আইসিসির বোর্ড সভার অনুমোদন এবং বিসিসিআই-এর সম্মতির প্রয়োজন হবে।
ডিবিসি/এএমটি