খেলাধুলা, ক্রিকেট

বিশ্বকাপ নিয়ে পাকিস্তানের চূড়ান্ত ঘোষণা আজ শুক্রবার

খেলা ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান অংশ নেবে কি না, সেই বহুল প্রতীক্ষিত সিদ্ধান্ত আসবে আজ শুক্রবার। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নয়, এই ঘোষণা দিতে পারেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।

আইসিসি চেয়ারম্যান জয় শাহ পিসিবি চেয়ারম্যানকে আটবার ফোন করেও যোগাযোগ করতে ব্যর্থ হয়েছেন বলে গুঞ্জন উঠেছে। এদিকে আইপিএল শুরুর তিন মাস আগে ভারত নিরাপদ নয় বললেও বিশ্বকাপের ক্ষেত্রে বাংলাদেশকে ভারতেই খেলার নির্দেশ দিয়েছে আইসিসি, যা বৈষম্যমূলক বলে দাবি করা হচ্ছে।

 

এই বৈষম্যের প্রতিবাদে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান এবং তারা তাদের অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে এক সপ্তাহ সময় নিয়েছিল। ভারতের ক্রীড়া সাংবাদিক শারদা উগ্রা আইসিসিকে বিসিসিআইয়ের দুবাই শাখা বলে কটাক্ষ করেছেন। পাকিস্তান অংশ না নিলে ভারতকে উগান্ডার বিপক্ষে খেলতে হতে পারে বলে মন্তব্য করেছেন সাবেক ক্রিকেটার বাসিত আলী।


ডিবিসি/কেএলডি

আরও পড়ুন