স্কটল্যান্ডকে বিশাল ব্যবধানে হারিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের দাপট বজায় রাখল বাংলাদেশ। আজ নেপালের ত্রিভুবন স্টেডিয়ামে স্কটিশদের ৯০ রানের বড় ব্যবধানে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। এই জয়ে বাছাইপর্বের আসরে টানা ছয় ম্যাচের সবকটিতে জিতে অপরাজিত থেকে মাঠ ছাড়ল টাইগ্রেসরা।
টস হেরে আগে ব্যাটিং করতে নেমে আজ রীতিমতো তান্ডব চালায় বাংলাদেশের ব্যাটাররা। নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ সংগ্রহ করে ১৯১ রান, যা টি-টোয়েন্টি ফরম্যাটে টাইগ্রেসদের যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। টপ অর্ডার ও মিডল অর্ডারের ঝোড়ো ব্যাটিংয়ে বিশাল এই লক্ষ্য দাঁড় করায় লাল-সবুজের প্রতিনিধিরা।
১৯২ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে স্কটল্যান্ড। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিং আর দুর্দান্ত ফিল্ডিংয়ের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে তাদের ব্যাটিং লাইনআপ। শেষ পর্যন্ত ১০১ রানেই থেমে যায় স্কটল্যান্ডের ইনিংস। ৯০ রানের এই জয়টি টি-টোয়েন্টিতে বাংলাদেশের অন্যতম বড় জয় হিসেবে রেকর্ড বইয়ে যুক্ত হলো।
বাছাইপর্বের শুরু থেকেই অদম্য ছিল বাংলাদেশ। গ্রুপ পর্ব থেকে শুরু করে সেমিফাইনাল এবং আজকের ম্যাচ পর্যন্ত টানা ৬টি জয় তুলে নিয়েছে তারা। আগেই বিশ্বকাপের মূল পর্বের টিকিট নিশ্চিত করা বাংলাদেশের সামনে আজকের লক্ষ্য ছিল শুধুই জয়ের ধারা বজায় রাখা, যা অত্যন্ত দাপটের সঙ্গেই পূরণ করেছেন জ্যোতির সতীর্থরা।
ডিবিসি/এমইউএ