প্রায় দুই বছর জাতীয় দলের বাইরে থাকা নেইমার জুনিয়রের অপেক্ষা আরও দীর্ঘ হলো। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের আসন্ন ম্যাচগুলোর জন্য ঘোষিত ব্রাজিল দলে জায়গা হয়নি এই সুপারস্টারের।
চিলি ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচের জন্য কোচ কার্লো আনচেলত্তি যে ২৫ সদস্যের দল ঘোষণা করেছেন, সেখানে নেইমারের নাম নেই। যদিও নেইমারের দলে ফেরার একটা জোরালো সম্ভাবনা তৈরি হয়েছিল, কিন্তু দল ঘোষণার ঠিক আগ মুহূর্তে একটি নতুন চোট তাকে ছিটকে দেয়। ব্রাজিলের হয়ে নেইমার শেষ মাঠে নেমেছিলেন ২০২৩ সালের অক্টোবরে, উরুগুয়ের বিপক্ষে ম্যাচে। সেই ম্যাচে তিনি হাঁটুর লিগামেন্টে গুরুতর আঘাত পান, যা তাকে দীর্ঘদিনের জন্য মাঠের বাইরে পাঠিয়ে দেয়।
সৌদি আরবের ক্লাব আল-হিলাল থেকে শৈশবের ক্লাব সান্তোসে ফিরে সম্প্রতি মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন ৩৩ বছর বয়সী এই তারকা। তবে জাতীয় দলে ফেরার জন্য তাকে আরও অপেক্ষা করতে হবে।
ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি আনচেলত্তি বলেন, ‘নেইমারের যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু আমরা তাকে পুরোপুরি ফিট অবস্থায় দলে চাই, যাতে সে দেশের হয়ে নিজের সেরাটা দিতে পারে।’ ঘোষিত দলে অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয় দেখা গেছে। অভিজ্ঞ তারকাদের মধ্যে আলিসন বেকার, মারকুইনোস এবং ক্যাসেমিরোর মতো খেলোয়াড়েরা প্রত্যাশিতভাবেই দলে আছেন। তাদের পাশাপাশি চেলসির তরুণ প্রতিভা এস্তেভাও উইলিয়ান এবং ওয়েস্ট হামের মিডফিল্ডার লুকাস পাকুয়েতাকেও দলে রেখেছেন আনচেলত্তি।
ডিবিসি/এফএইচআর