আন্তর্জাতিক, অন্যান্য

বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তায় আকাশছোঁয়া স্বর্ণের দাম

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিশ্বজুড়ে চলমান অর্থনৈতিক অনিশ্চয়তা এবং ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে নিরাপদ বিনিয়োগের মাধ্যম হিসেবে স্বর্ণের চাহিদা আকাশচুম্বী হয়েছে।

আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে ৫ হাজার ৫০০ ডলারের কাছাকাছি অবস্থান করছে। এশিয়া থেকে ইউরোপ সবখানেই স্বর্ণের দামের এই ঊর্ধ্বগতির প্রভাব পড়েছে।

 

বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের সুদহার নীতিতে শিথিলতা, বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলোর বিপুল পরিমাণে স্বর্ণ ক্রয় এবং মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধের মতো ভূরাজনৈতিক অস্থিরতাই স্বর্ণের দাম বৃদ্ধির মূল কারণ। 

 

তুরস্কের গ্র্যান্ড বাজার থেকে শুরু করে চীনের মার্কেটগুলোতে চড়া দাম সত্ত্বেও ক্রেতাদের ভিড় দেখা যাচ্ছে। মানুষ ভবিষ্যতের নিরাপত্তার কথা ভেবে স্বর্ণে বিনিয়োগ করছেন। ২০২৫ সালে স্বর্ণের দাম প্রায় ৬৪ শতাংশ বেড়েছিল, যা গত চার দশকের মধ্যে সর্বোচ্চ। স্বর্ণের পাশাপাশি রুপার দামও নতুন রেকর্ড গড়ে প্রতি আউন্স ১০০ ডলার ছাড়িয়েছে। বিনিয়োগকারীদের মতে, ডলারের ওপর আস্থাহীনতা ও মুদ্রাস্ফীতির কারণে স্বর্ণই এখন সবচেয়ে নিরাপদ আশ্রয়।


ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন