বাংলাদেশ, অর্থনীতি

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে আগস্টেও স্থিতিশীল থাকছে জ্বালানি তেলের দাম

ডেস্ক ‍নিউজ

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৩১শে জুলাই ২০২৫ ০৮:৫০:৩৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নতুন মাস আগস্টের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার ঘোষণা দিয়েছে সরকার। এর ফলে জুলাই মাসের মতো আগস্টেও একই দামে তেল কিনতে পারবেন গ্রাহকরা।

বৃহস্পতিবার (৩১শে জুলাই) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

 

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ব বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতির আওতায় আগস্ট মাসের জন্য জ্বালানি তেলের বর্তমান দামই বহাল রাখা হয়েছে। এই সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১লা আগস্ট (শুক্রবার) থেকে সারা দেশে প্রতি লিটার অকটেন ১২২ টাকা, পেট্রোল ১১৮ টাকা, ডিজেল ১০২ টাকা এবং কেরোসিন ১১৪ টাকায় বিক্রি হবে।

 

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের দামের ওঠানামার সঙ্গে তাল মিলিয়ে দেশের বাজারে দাম সমন্বয়ের লক্ষ্যে গত বছরের মার্চ মাস থেকে সরকার স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি চালু করে। এই পদ্ধতির অংশ হিসেবেই প্রতি মাসে নতুন দাম ঘোষণা করা হয়, তবে আগস্ট মাসের জন্য কোনো পরিবর্তন আনা হয়নি। এর আগে গত জুলাই মাসেও জ্বালানি তেলের দাম একই ছিল।

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন