ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক এস. এম. এ. ফয়েজকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করেছে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন আইন, ১৯৭৩ এর ৪ (১) (এ) ও ৪ (৩) ধারা অনুযায়ী আগামী চার বছরের তাকে নিয়োগ দেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, যোগদানের তারিখ থেকে এই নিয়োগাদেশ কার্যকর হবে।
এতে আরও জানানো হয়, অধ্যাপক ফয়েজ প্রচলিত বিধি অনুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।
ডিবিসি/এএনটি