ইতালিয়ান গিটারিস্ট ডেভিড লো সুরদোকে সর্বকালের সবচেয়ে দ্রুতগতির গিটার বাদক হিসেবে স্বীকৃতি দিয়েছে বিশ্বখ্যাত গিটার ওয়ার্ল্ড ম্যাগাজিন। ডিবিসি নিউজের সাথে একান্ত আলাপচারিতায় অংশ নেন গতিদানব সুরদো।
স্বাধীনতার মাস মার্চকে শ্রদ্ধা জানিয়ে বাজিয়ে শোনান বাংলাদেশের জাতীয় সংগীত। মামস্টিন, মাইকেল এঞ্জেলোদের পর ইতালিয়ান গিটারিস্ট ডেভিড লো সুরদোকে বিশ্বের সর্বকালের সর্বোচ্চ দ্রুতগতির গিটারিস্ট হিসেবে ঘোষণা দিয়েছে বিশ্বখ্যাত গিটার ওয়ার্ল্ড ম্যাগাজিন।
সুরদো গিটার শিখেছেন আমেরিকান গতিদানব মাইকেল এঞ্জেলো, গিটার মায়েস্ত্রো স্টিভ ভাইদের কাছে। এই মুহুর্তে গুরুদের চেয়েও দ্রুত গতিতে গিটার বাজাতে পারেন তিনি! গতিদানব সুরদোর বিরল প্রতিভাকে সম্মান জানাচ্ছেন বিশ্বসংগীতের সব মহারথীরা।
ডিবিসি নিউজের সাথে একান্ত আলাপচারিতায় সুরদো জানান তার গতিময়তার রহস্য। ডেভিড লো সুরদো বলেন, 'দ্রুত বাজাতে গেলে ধীরে ধীরে বাজানোর অভ্যাস করতে হবে। ডান হাতের স্ট্রোকের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকতে হবে। অনেকেই বলেন, ফ্রেডবোর্ডে থাকা বাম হাতের আঙ্গুলের দ্রুততাই গতিময়তার রহস্য। কিন্তু সত্যি কথা হচ্ছে বাম ও ডান হাতের মিথস্ক্রিয়াই দ্রুততম বাজানোর মূল রহস্য।'
বাংলাদেশের তরুণ গিটারবাদকদের জন্য দ্রুত বাজানোর কৌশল সম্পর্কে পরামর্শ দেন তিনি। সর্বকালের সবচেয়ে দ্রুতগতির গিটারিস্টের খেতাব জয়ী সুরদো ডিবিসি নিউজের দর্শকদের জন্য বাজিয়ে শোনান বাংলাদেশের জাতীয় সংগীত।
স্টিভ ভাই, মাইকেল এঞ্জেলো, জর্ডান রোডসদের মত মহারথীদের সাথে বিশ্বের বহু দেশে লাইভ কনসার্টে বাজানো সুরদোর ইচ্ছা বাংলাদেশের কোন কনসার্টে অংশ নেওয়ার।