এসময়ে বিশ্বের দ্রুততম গিটারিস্ট ডেভিড লো সুরদো। বাংলাদেশি ভক্তদের ঈদের শুভেচ্ছা জানাতে বাজালেন 'রমজানেরও রোজার শেষে এলো খুশির ঈদ' গানের সুর। ডিবিসি নিউজের সাথে আলাপচারিতায় ঈদের শুভেচ্ছা জানান সর্বকালের সবচেয়ে দ্রুত গিটারিস্টের খেতাব বিজয়ী এই ইতালিয়ান।
মুক্তি পেয়েছে পৃথিবীর দ্রুততম গিটারবাদক ডেভিড লো সুরদোর প্রথম অরিজিনাল কম্পোজিশন সহনশীলতা। বিশ্বের নানা দেশের পাশাপাশি বাংলাদেশের শ্রোতারাও অভিনন্দন জানিয়েছে সুরদোকে।
বাংলাদেশি ভক্তদের প্রতি ভালবাসার নিদর্শন হিসেবে সুরদো এবার বাজালেন ঈদের সেই কালজয়ী গান। কাজী নজরুল ইসলামের কালজয়ী গান, 'রমজানেরও রোজার শেষে এলো খুশির ঈদ।'
ডেভিড লো সুরদো বলেন, 'ডিবিসি নিউজের মাধ্যমে বাংলাদেশের সকলকে জানাই ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক।'
গিটারের ছয় তারে ঝড় তুলে প্রমাণ করলেন সেই অমোঘ প্রবাদ যার মুলকথা, ধর্ম যার যার, উৎসবের আনন্দ হোক সবার।
আরও পড়ুন
সর্বশেষ খবর
আরও দেখুন