বর্তমান যুগে স্মার্টফোনের এক ক্লিকেই চোখের পলকে ছবি তোলা সম্ভব। কিন্তু আপনি জানেন কি, বিশ্বের প্রথম ছবিটি তুলতে ক্যামেরার সামনে লেন্স খুলে ঠায় অপেক্ষা করতে হয়েছিল টানা ৮ ঘণ্টা? অবিশ্বাস্য মনে হলেও ইতিহাসের প্রথম সফল আলোকচিত্রের পেছনের গল্পটি এমনই।
১৮২৬ বা ১৮২৭ সালের দিকে এই অসাধ্য সাধন করেছিলেন ফরাসি উদ্ভাবক জোসেফ নিসেফোর নিপস। ফ্রান্সের বার্গান্ডিতে অবস্থিত তার নিজ বাড়ির জানলা থেকে তিনি এই ঐতিহাসিক ছবিটি তুলেছিলেন, যার নাম দেওয়া হয় ‘View from the Window at Le Gras’।
নিপস এই ছবিটি তোলার জন্য কোনো সাধারণ ফিল্ম বা ডিজিটাল সেন্সর ব্যবহার করেননি। তিনি ব্যবহার করেছিলেন 'হেলিওগ্রাফি' বা 'সূর্য লিখন' নামক এক বিশেষ পদ্ধতি। তিনি একটি পালিশ করা পিউটার (দস্তা ও সিসার সংকর ধাতু) প্লেটের ওপর ‘বিটুমিন অফ জুডিয়া’ (এক ধরণের পেট্রোলিয়াম জাতীয় পদার্থ) এর প্রলেপ লাগিয়েছিলেন। এই প্লেটটি তিনি একটি ‘ক্যামেরা অবসকিউরা’ বাক্সের ভেতরে বসিয়ে বাড়ির দোতলার জানলা দিয়ে বাইরের দৃশ্যের দিকে তাক করে রেখে দেন।
তৎকালীন ওই রাসায়নিক উপাদানগুলোর আলোর প্রতি সংবেদনশীলতা ছিল খুবই কম। ছবিটিতে যাতে দৃশ্যটি স্পষ্টভাবে ফুটে ওঠে, সেজন্য প্লেটটিতে দীর্ঘক্ষণ সূর্যালোক পড়ার প্রয়োজন ছিল। ঐতিহাসিকদের মতে, এই এক্সপোজার বা ছবি তোলার প্রক্রিয়াটি চলতে সময় লেগেছিল অন্তত ৮ ঘণ্টা (কোনো কোনো গবেষকের মতে এটি কয়েক দিনও হতে পারে)।
দীর্ঘ সময় ধরে ছবি তোলার কারণে ছবিটিতে একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করা যায় সূর্যালোক দালানের উভয় পাশে (ডান ও বাম) সমানভাবে পড়েছে, কারণ এই দীর্ঘ সময়ে সূর্য আকাশপথে পূর্ব থেকে পশ্চিমে সরে গিয়েছিল।
ইতিহাসের এই দুর্লভ ছবিটি বর্তমানে যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের 'হ্যারি র্যানসাম সেন্টার' এ সংরক্ষিত আছে। সেখানে অক্সিজেনবিহীন একটি বিশেষ কেসে সযত্নে রাখা হয়েছে ছবিটিকে, যাতে এটি নষ্ট না হয়ে যায়।
সূত্র: খান একাডেমি
ডিবিসি/এনএসএফ