আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গভীর করার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপে রাশিয়া তালেবান নিযুক্ত নতুন রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ করেছে। এর মাধ্যমে রাশিয়া বিশ্বের প্রথম দেশ হিসেবে আফগানিস্তানের তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিলো।
প্রায় চার বছর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সৈন্য প্রত্যাহারের পর তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করে।
বৃহস্পতিবার (৩রা জুলাই) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই পদক্ষেপের কথা জানায়। বিবৃতিতে বলা হয়, "আমরা বিশ্বাস করি যে ইসলামিক এমিরেট অফ আফগানিস্তান সরকারের আনুষ্ঠানিক স্বীকৃতির এই কাজটি আমাদের দেশগুলোর মধ্যে বিভিন্ন ক্ষেত্রে ফলপ্রসূ দ্বিপাক্ষিক সহযোগিতার উন্নয়নে প্রেরণা জোগাবে।"
আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি রাশিয়ার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি এটিকে একটি "সাহসী পদক্ষেপ" হিসেবে অভিহিত করে বলেছেন, এটি অন্যান্য দেশের জন্য একটি উদাহরণ তৈরি করবে।
২০২১ সালের আগস্টে তালেবান ক্ষমতা দখলের পর থেকে রাশিয়া কাবুলে তাদের দূতাবাস খোলা রেখেছে এবং তালেবান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে। এই স্বীকৃতির মাধ্যমে বাণিজ্য, নিরাপত্তা, সন্ত্রাস দমন এবং মাদক চোরাচালান রোধসহ বিভিন্ন ক্ষেত্রে রাশিয়ার সঙ্গে আফগানিস্তানের সহযোগিতার পথ আরও প্রশস্ত হবে বলে মনে করা হচ্ছে।
তথ্যসূত্র আল জাজিরা।
ডিবিসি/এমইউএ