শিক্ষাজগতে নতুন এক মাইলফলক স্থাপন করলেন পাকিস্তানের তরুণ মোহাম্মদ শাহজেব আওয়ান। ২৯ বছর বয়সী এই তরুণ বিশ্বের সর্বকনিষ্ঠ বিশ্ববিদ্যালয় চ্যান্সেলর (পুরুষ) হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখালেন। তিনি বর্তমানে দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজির চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করছেন।
২০২৫ সালে প্রতিষ্ঠিত হয় ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি। প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের স্বনামধন্য অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি এর সঙ্গে একাডেমিক অংশীদারত্বের ভিত্তিতে কাজ করছে।
এই বিশেষ অংশীদারত্বের মাধ্যমে এর লক্ষ্য হলো পাকিস্তানের শিক্ষাব্যবস্থায় আমেরিকান ধাঁচের পাঠদান পদ্ধতি, ব্যবহারিক শিক্ষা এবং আধুনিক একাডেমিক মানদণ্ড চালু করা।
মাত্র ২৯ বছর বয়সে এই বিশাল দায়িত্ব এবং বিশ্ব রেকর্ড অর্জনের পেছনে শাহজেব আওয়ানের ব্যক্তিগত অনুপ্রেরণা কাজ করেছে। তিনি জানান, ১১ বছর আগে তাঁর বাবাকে হারানোর মর্মান্তিক ঘটনাই তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেয় এবং তাঁকে শিক্ষা ও জনসেবার দিকে মনোনিবেশ করতে বিশেষভাবে অনুপ্রাণিত করে।
শাহজেব আওয়ান দৃঢ়তার সাথে বলেন, আপনার পরিস্থিতি আপনাকে সংজ্ঞায়িত করে না, করে আপনার সিদ্ধান্তগুলো। তিনি আশা করেন, তাঁর এই অর্জন পাকিস্তানের তরুণদের কঠোর পরিশ্রম করতে এবং নিজেদের প্রতি আত্মবিশ্বাস ধরে রাখতে উৎসাহিত করবে।
মোহাম্মদ শাহজেব আওয়ান মনে করেন, এই বিশ্ব রেকর্ড শুধুমাত্র তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বরং সারা দেশের তরুণদের জন্য এক আশার বার্তা। তিনি জোর দিয়ে বলেন, বয়স কোনো বাধা হতে পারে না। তাঁর এই সাফল্য প্রমাণ করে যে পাকিস্তানের তরুণসমাজ বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনের সামর্থ্য রাখে।
তিনি আত্মবিশ্বাসী কণ্ঠে বলেন, এটা তো কেবল শুরু। তাঁর বিশ্বাস, এনআইটি আগামী দিনে আরও এগিয়ে যাবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে মানসম্মত শিক্ষা, বাস্তব অভিজ্ঞতা এবং আগামী দিনের চাকরির বাজারের চ্যালেঞ্জ মোকাবিলার আত্মবিশ্বাস জোগাবে।
তথ্যসূত্র ডন
ডিবিসি/এমইউএ