আন্তর্জাতিক, আমেরিকা, ভারত, এশিয়া, ইউরোপ

বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা এখন প্রায় অর্ধকোটি

মুহাম্মদ খালেদ হাসান

ডিবিসি নিউজ

বুধবার ২০শে মে ২০২০ ০২:৩৩:৪০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুক্তরাষ্ট্রে আবারো বেড়েছে মৃত্যুহার, যুক্তরাষ্ট্রে সব রাজ্য আজ থেকে আংশিক খুলে দেয়া হচ্ছে।

বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা এখন প্রায় ৫০ লাখ। মৃত্যু হয়েছে প্রায় ৩ লাখ ২৫ হাজার মানুষের। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ লাখ ৫৮ হাজারের বেশি মানুষ।

এদিকে যুক্তরাষ্ট্রে আবারো বেড়েছে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা। ২৪ ঘণ্টায় ১৫শ ৫২ জনের মৃত্যুতে মোট মৃত এখন প্রায় ৯৪ হাজার। এরই মধ্যে আজ থেকে দেশটির সবগুলো রাজ্য আংশিকভাবে খুলে দেয়া হচ্ছে। যদিও অন্তত ১৭টি রাজ্যে বেড়েছে করোনায় মৃত্যু।

এদিকে একদিনে সর্বোচ্চ ১১শ ৩০ জনের মৃত্যুতে ব্রাজিলে মোট মৃত এখন ১৮ হাজার। ২৪ ঘণ্টায় সাড়ে ১৬ হাজার শনাক্তে মোট আক্রান্ত এখন ২ লাখ ৭২ হাজার।

অন্যদিকে সংক্রমণের হার বৃদ্ধি অব্যাহত আছে রাশিয়াতে। একদিনে ৯ হাজারেরও বেশি শনাক্ত হয়েছে দেশটিতে। ইউরোপের অন্যান্য দেশে কম মৃত্যুহার বজায় থাকলেও, যুক্তরাজ্যে ৫ শ ৪৫  জনের মৃত্যু হয়।

এদিকে ভারতে নতুন করে ৬ হাজার ১৪৭ জন শনাক্ত হওয়ায় মোট আক্রান্ত ১ লাখ সাড়ে ৬ হাজার। ২৪ ঘণ্টায় ১৪৬ জনের মৃত্যুতে দেশটিতে মোট মৃত এখন ৩ হাজার তিনশোরও বেশি।

আরও পড়ুন