২০২৫ সালে বিশ্বজুড়ে নিহত সাংবাদিকদের প্রায় অর্ধেকের মৃত্যুর জন্য ইসরায়েলি বাহিনী দায়ী বলে জানিয়েছে প্যারিসভিত্তিক আন্তর্জাতিক সাংবাদিক অধিকার রক্ষা সংগঠন ‘রিপোর্টার্স উইদাউট বর্ডারস’ (আরএসএফ)। মঙ্গলবার প্রকাশিত তাদের এক প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে জানানো হয়, বিদায়ী বছরে বিশ্বজুড়ে সাংবাদিক হত্যার ঘটনা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে এবং এর বড় একটি অংশ সংঘটিত হয়েছে গাজায়।
আরএসএফ-এর তথ্যমতে, ২০২৫ সালে সারা বিশ্বে মোট ৬৭ জন সংবাদকর্মী নিহত হয়েছেন। এর মধ্যে ৪৩ শতাংশ সাংবাদিকই গাজায় ইসরায়েলি সশস্ত্র বাহিনীর হাতে প্রাণ হারিয়েছেন। এছাড়া ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় প্রায় ২২০ জন সাংবাদিক নিহত হয়েছেন, যাদের মধ্যে ৬৫ জনকে সরাসরি তাদের পেশাগত কারণে বা দায়িত্ব পালনরত অবস্থায় লক্ষ্যবস্তু করা হয়েছে। অবশ্য গাজার সরকারি মিডিয়া অফিসের হিসেবে এই সংখ্যা আরও বেশি; তাদের মতে, যুদ্ধ শুরুর পর থেকে অন্তত ২৫৭ জন ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন।
হত্যাকাণ্ডের পাশাপাশি সাংবাদিক আটকের দিক থেকেও ইসরায়েল বিশ্বে নেতিবাচক অবস্থান তৈরি করেছে। বিদেশি বা ভিন্ন দেশি সাংবাদিক আটকের ক্ষেত্রে ইসরায়েল বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে। চলতি বছরেই তারা ২০ জন ফিলিস্তিনি সাংবাদিককে কারাগারে পাঠিয়েছে। এর বাইরে গত দুই বছরে গাজা ও অধিকৃত পশ্চিম তীর থেকে আরও ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রতিবেদনে অন্যান্য দেশের পরিস্থিতির কথাও উল্লেখ করা হয়েছে। মেক্সিকোকে সাংবাদিকদের জন্য বিশ্বের ‘দ্বিতীয় সবচেয়ে বিপজ্জনক দেশ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যেখানে ৯ জন সাংবাদিক নিহত হয়েছেন। অন্যদিকে, চীনকে ‘সাংবাদিকদের জন্য বিশ্বের বৃহত্তম কারাগার’ বলা হয়েছে, যেখানে বর্তমানে ১২১ জন সংবাদকর্মী বন্দি রয়েছেন।
সুদানে গৃহযুদ্ধের মধ্যে ৪ জন সাংবাদিক নিহত হয়েছেন এবং সিরিয়ায় বাশার আল-আসাদের শাসনামল ও আইএসের হাতে জিম্মি হয়ে এখনো ৩৭ জন সাংবাদিক নিখোঁজ রয়েছেন। আরএসএফ উল্লেখ করেছে, নিহতদের মধ্যে দুইজন ছাড়া বাকি সবাই নিজ দেশে দায়িত্ব পালনকালেই হত্যার শিকার হয়েছেন।
ডিবিসি/এমএআর