বাংলাদেশ, জাতীয়, জেলার সংবাদ

বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপে এক মুসল্লির মৃত্যু

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৪ঠা ফেব্রুয়ারি ২০২৫ ০৮:৩২:৩১ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঢাকার গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরের ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপে অসুস্থ হয়ে সাইফুল ইসলাম নামে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে।

সোমবার (৩রা ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইজতেমা ময়দানে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন শুরায়ী নেজামের (জুবায়ের অনুসারী) ইজতেমার গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

 

তিনি জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাইফুল ইসলাম (৪৮) নামে এক মুসল্লি অসুস্থ হয়ে পড়েন। পরে তার মৃত্যু হয়। তিনি নরসিংদী জেলার মাধবদী থানা রংপুর গ্রামের মৃত ইমাম উদ্দিন প্রধানের ছেলে। এশার নামাজ শেষে ইজতেমা ময়দানে তার জানাজা হয়েছে।

 

এর আগে প্রথম পর্বের ১ম ধাপে ইজতেমা ময়দানে ৫ মুসল্লির মৃত্যু হয়েছে। তারা হলেন- ইয়াকুব আলী, আব্দুল কুদ্দুস গাজী, ছাবেত আলী, হাজী আব্দুল গফুর ও রমিজ আলী।

 

মাওলানা আহমাদ লাটের বক্তব্যের মধ্য দিয়ে শুক্রবার (৩১শে জানুয়ারি) শুরু হয় বিশ্ব ইজতেমার ৫৮তম আয়োজন। রবিবার (২রা ফেব্রুয়ারি) আখেরি মোনাজাত শুরু হয় সকাল ৯.১১ মিনিট আর শেষ হয়েছে ৯.৩৫ মিনিটে। মোনাজাত পরিচালনা করেছেন, মাওলানা জুবায়ের (বাংলাদেশ)। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে এবারের ইজতেমার প্রথম পর্বের প্রথম দফা।

 

ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপে অংশ নিয়েছেন ৪১ জেলা ও ঢাকার একাংশের বাসিন্দারা। এছাড়া দুই হাজারের বেশি বিদেশি মেহমানও এতে অংশ নিয়েছিলেন।

 

ডিবিসি/ এইচএপি

আরও পড়ুন