আন্তর্জাতিক

বিশ্ব ধরিত্রী দিবস ২০২৫: ‘আমাদের শক্তি, আমাদের পৃথিবী’

ডিবিসি ডেস্ক

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২২শে এপ্রিল ২০২৫ ১১:৩৯:৪৪ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আজ বিশ্ব ধরিত্রী দিবস। ২২শে এপ্রিল- এই দিনটি প্রতিবছর পরিবেশ রক্ষা এবং পৃথিবীর প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্ব ধরিত্রী দিবস হিসেবে পালিত হয়। প্রকৃতি রক্ষায় অঙ্গীকারের এই দিবসে এবছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে — ‘আমাদের শক্তি, আমাদের পৃথিবী’।

বিশ্ব ধরিত্রী দিবস প্রথম উদ্‌যাপিত হয় ১৯৭০ সালের ২২ এপ্রিল। যুক্তরাষ্ট্রের সিনেটর গে লর্ড নেলসন এই দিবসের প্রবর্তন করেন পরিবেশ দূষণ ও প্রাকৃতিক সম্পদের অব্যবস্থাপনার বিরুদ্ধে জনমত গঠনের লক্ষ্যে। সেই থেকে প্রতিবছর এ দিনটিকে ঘিরে বিশ্বজুড়ে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়। বর্তমানে ১৯৩টিরও বেশি দেশে প্রায় ১০০ কোটি বেশি মানুষ ধরিত্রী দিবসের কার্যক্রমে অংশগ্রহণ করে।

 

বাংলাদেশেও নানা আয়োজনে দিনটি পালিত হয়ে থাকে।

 

ডিবিসি/মাওয়া

আরও পড়ুন