বাংলাদেশ, রাজনীতি

বিসিএস পরীক্ষা থাকায় কর্মসূচির সময় পরিবর্তন করলো জামায়াত

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিসিএস পরীক্ষার কারণে নিজেদের রাজনৈতিক কর্মসূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। পরীক্ষার কার্যক্রম যাতে কোনোভাবে বিঘ্নিত না হয়, সেজন্য দলটি তাদের নেতাকর্মীদের ১৮ এবং ১৯ সেপ্টেম্বর শুধু বিকেলে কর্মসূচি পালনের নির্দেশনা দিয়েছে।

মঙ্গলবার (১৬ই সেপ্টেম্বর) সকালে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে জামায়াত ৫ দফা দাবিতে ১৮, ১৯ ও ২৬ সেপ্টেম্বর তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছিল। কিন্তু ১৮ ও ১৯ তারিখে বিসিএস পরীক্ষা থাকায় এই দুই দিনের কর্মসূচির সময় পরিবর্তন করা হয়েছে।

জামায়াত মনে করে, বিকেলে কর্মসূচি পালন করলে পরীক্ষার কোনো ব্যাঘাত হবে না। তাই সারা দেশের শাখাগুলোকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে যে, ওই দুই দিন সকালে কোনোভাবেই বিক্ষোভ কর্মসূচি পালন করা যাবে না, সেটি কেবল বিকেলে হবে। জামায়াতে ইসলামী বিসিএস পরীক্ষার শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা নিয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন