বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ যোগ্য ও অভিজ্ঞ সংগঠকদের দেখতে চান তামিম ইকবাল খান। শনিবার (৩রা মে) জাতীয় ক্রীড়া পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এ কথা বলেন তামিম।
ক্রীড়াঙ্গনকে সচল করতে ৪৫ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। বিএনপি সমর্থিত এই কমিটিতে আহ্বায়ক করা হয়েছে শরিফুল আলমকে। আর সদস্য সচিব সৈয়দ আমিনুল হক সজল। ক্রীড়াঙ্গনে বঞ্চিত সংগঠকদের এখন থেকে মূল্যায়ন করা হবে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক তারকা ফুটবলার মেজর হাফিজ উদ্দিন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ইশরাক হোসেন, ক্রীড়া সংগঠক ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। দেশসেরা ক্রীড়া তারকা ও জেলা-বিভাগের ক্রীড়া সংগঠকরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ডিবিসি/ অমিত