খেলাধুলা, ক্রিকেট

বিসিবি নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা ফারুক আহমেদের

নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

বুধবার ৩০শে এপ্রিল ২০২৫ ০১:১৬:৪৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিসিবি নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়েছেন বর্তমান সভাপতি ফারুক আহমেদ।

মঙ্গলবার (২৯শে এপ্রিল) যুক্তরাষ্ট্রভিত্তিক খালেদ মহিউদ্দিনের অনুষ্ঠানে এমন কথা বলেন তিনি। বোর্ডে বড় ধরনের দুর্নীতি আছে উল্লেখ করে আগামী নির্বাচনে লড়ার বার্তা দিয়েছেন বর্তমান সভাপতি ফারুক আহমেদ। 


দেশের রাজনৈতিক পট পরিবর্তনের মধ্য দিয়ে চিত্র বদলায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও। আগের সভাপতি নাজমুল হাসান পাপনের অনুপস্থিতিতে বোর্ডের দায়িত্ব নেন সাবেক আধিনায়ক ফারুক আহমেদ। প্রায় নয় মাসের জার্নিতে শুরুতে সবার প্রশংসা কুড়ালেও শেষের দিকে যেনো বিতর্কই বেশি সঙ্গী হয়েছে ফারুক আহমেদের। এর মাঝেই আগামী বোর্ড নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিলেন সাবেক এই অধিনায়ক। যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলা সম্প্রচার মাধ্যম ঠিকানা টেলিভিশনের ‘ঠিকানায় খালেদ মহিউদ্দিন’ অনুষ্ঠানে দেয়া সাক্ষাৎকারে তিনি বিষয়টি জানান।

 

ফারুক আহমেদ বলেন, 'বোর্ডে একটা বড় ধরনের দুর্নীতি হয়েছে। এখনও বাইরে থেকে সেই পক্ষটা চেষ্টা করে যাচ্ছে। তারা আমাকে ভালো করেই চিনে। আমার বিরুদ্ধে দু চার লাইন কলাম লিখলে ফারুক ভাই হয়তো রিজাইন করে চলে যাবে। কিন্তু এবার আর আমি তাদেরকে সেই সুযোগ দেব না। আমি চেষ্টা করব বিসিবির পরিচালক পদে নির্বাচনে লড়াই করার। অক্টোবরে আমি নির্বাচন করব।'

 

তাকে ইচ্ছাকৃতভাবে কোণঠাসা করার চেষ্টা চলছে বলেও দাবি করেন তিনি। বলেন 'আমাকে ইচ্ছাকৃতভাবে কোনঠাসা করার চেষ্টা চলছে। দেশের ক্রিকেটের উন্নতি ছাড়া তার আর কোনও এজেন্ডা নেই আমার। এই পরিস্থিতিতে নির্বাচন থেকে সরে দাঁড়ালে সমস্যার সমাধান হবে না বরং লড়াই করেই টিকে থাকতে হবে।'

 

পূর্বের পরিচালনা পর্ষদের অনেকেই এখন বোর্ডের সঙ্গে নেই, কেউ দেশ ছেড়েছেন, কেউ বা সভায় অনুপস্থিতির কারণে বাদ পড়েছেন। ফারুক আহমেদের সঙ্গে বোর্ডে যুক্ত হয়েছেন কোচ ও ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম। বর্তমানে জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত পরিচালকসহ মোট ১০ জনকে নিয়ে চলছে বোর্ডের কার্যক্রম। বিসিবির পরবর্তী নির্বাচন আগামী অক্টোবরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নিয়ম অনুযায়ী, বর্তমান সভাপতি চাইলে মেয়াদ শেষ হওয়ার আগেই নির্বাচন আয়োজন করতে পারেন।

 

ডিবিসি/রাসেল 

আরও পড়ুন