আন্তর্জাতিক, ভারত

বিহারে রাহুল গান্ধীর গালে চুম্বন যুবকের, পাল্টা চড় সমর্থকদের

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

রবিবার ২৪শে আগস্ট ২০২৫ ০৫:৪৪:২৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কংগ্রেসের 'ভোটার অধিকার যাত্রা' কর্মসূচির মাঝে সাংসদ রাহুল গান্ধীর নিরাপত্তা বলয় ভেঙে তাকে চুম্বন করলেন এক যুবক।

রবিবার (২৪শে আগস্ট) বিহারের পূর্ণিয়া জেলায় এই ঘটনা ঘটে। ঘটনার আকস্মিকতায় চাঞ্চল্য ছড়ায় এবং রাহুলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠে।

 

আরজেডি নেতা তেজস্বী যাদবকে সঙ্গে নিয়ে রাহুল গান্ধী যখন একটি মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নিচ্ছিলেন, তখন এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কর্মী-সমর্থকদের ভিড়ের কারণে বাইকের গতি কম ছিল। সেই সুযোগে লাল শার্ট পরিহিত এক যুবক আচমকা ভিড় থেকে ছুটে এসে রাহুলের বাইক থামিয়ে তার গালে চুম্বন করেন।

 

ঘটনার আকস্মিকতায় রাহুল গান্ধী নিজেও কিছুটা অবাক হয়ে যান। সঙ্গে সঙ্গে কংগ্রেস কর্মী ও নিরাপত্তারক্ষীরা ওই যুবককে ধরে ফেলেন এবং তাকে চড় মেরে সেখান থেকে সরিয়ে দেন।

 

এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে, যা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। একজন নেতার এত কাছে সাধারণ একজন কীভাবে পৌঁছে গেলেন, তা নিয়ে নিরাপত্তা বিশেষজ্ঞদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

 

তথ্যসূত্র ইটিভি ভারত

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন