জেলার সংবাদ

বিয়ের দাওয়াত দেয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮

শরীয়তপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

বুধবার ১৯শে ফেব্রুয়ারি ২০২৫ ০৭:৩৯:৫৮ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

শরীয়তপুর সদরে বিয়ের দাওয়াত দেয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৮ জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১৮ই ফেব্রুয়ারি) রাতে উপজেলার বিনোদপুর ইউনিয়নের কাজিকান্দি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাজিকান্দি এলাকার ইমামুল হক সরদার ও আজিজুল সরদার আপন ভাই। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। গত ৮ই ফেব্রুয়ারি ইমামুল হক সরদারের (এনামুল) মেয়ের বিয়ে হয়। সেই বিয়েতে তিনি তার ভাই আজিজুল সরদারের পরিবারকে দাওয়াত দেননি। আজিজুল সরদারের ছেলের বিয়ে আগামী ২১শে ফেব্রুয়ারি। এই বিয়েতে এনামুল সরদারের পরিবারকেও দাওয়াত দেয়া হয়নি। অভিযোগ উঠেছে, এ নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় এনামুল সরদারের লোকজন আজিজুল সরদারের বাড়িতে গিয়ে হামলা চালায়। একপর্যায়ে দুই পক্ষের সংঘর্ষ বাধে। সংঘর্ষে দুই পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।

শরীয়তপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি। যেহেতু পারিবারিক ঘটনা, তাই দুপক্ষই থানায় এসেছেন।

ডিবিসি/ এসএসএস

আরও পড়ুন