বাংলাদেশ, জাতীয়

বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের বিধান নিয়ে হাইকোর্টের রুল

নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

রবিবার ৪ঠা মে ২০২৫ ০৩:৪২:৪০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।

রবিবার (৪ঠা মে) বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তজরুল হোসাইনের দ্বৈত বেঞ্চ এ রুল জারি করে। আইন মন্ত্রণালয়ের ২ সচিবকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। সংশোধিত নারী ও শিশু নির্যাতন দমন আইনে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের শাস্তি ৭ বছর কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। 

 

এই আইনে পুরুষের শাস্তির কথা বলা হয়েছে কিন্তু নারীর বিষয়ে বলা হয়নি। আইনে বলা হয়েছে, দুজনের সম্মতিতে শারীরিক সম্পর্ক থাকার পর কোনো নারী যদি বলে যে পুরুষটি প্রতিশ্রুতি রাখেনি এবং মামলা করে তবে সেটা এই আইনে শাস্তির আওতায় পড়বে। এমনকি বিবাহিত বা অবিবাহিত নারী পুরুষ কিনা আইনে তাও উল্লেখ করা হয়নি। শুধু একজনকে দায়ী করে আইন করা অসাংবিধানিক।

 

ডিবিসি/রাসেল

আরও পড়ুন