বিনোদন

বিয়ে করেছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত অভিনেতা পলাশ

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

শুক্রবার ১৬ই ডিসেম্বর ২০২২ ০৯:৩০:৪৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিয়ে করলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত জনপ্রিয় অভিনেতা ও মডেল কাবিলা ওরফে জিয়াউল হক পলাশ। পরিবারের সম্মতিতে ঘরোয়া আয়োজনে বিয়ে করেছেন তিনি। এরপরই প্রশ্ন উঠেছে, যাকে তিনি বিয়ে করেছেন, তিনিই কি রোকেয়া? না, কনের নাম নাফিসা। সম্প্রতি পলাশ-নাফিসার বিয়ের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

আজ শুক্রবার (১৬ই ডিসেম্বর) দুপুরে এক ফেসবুক পোস্টের মাধ্যমে পলাশের বিয়ের বিষয়টি সামনে আনেন তিনি। পলাশের বিয়ের খবরটি নিশ্চিত করেছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ নির্মাতা কাজল আরেফিন অমি। 

পলাশের স্ত্রী নাফিসা নর্থসাউথ বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসন অনুষদে স্নাতক সম্পন্ন করে একই বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর করছেন। সেই সঙ্গে তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিও করছেন।

জানা যায়, পলাশের দূরসম্পর্কের আত্মীয় ছিলেন নাফিসা। পূর্বপরিচিতা থাকায় পলাশ তার বাবা মায়ের পছন্দেই নাফিসাকে বিয়ে করেন। গত বছরের নভেম্বর মাসে পরিবারের সম্মতিতে নাফিসার সঙ্গে পলাশ পরিচিত হন। সম্প্রতি পরিবারের সম্মতিতে নাফিসাকে বিয়ে করেন পলাশ।

বিয়ে সম্পর্কে পলাশ বলেন, বাবা মায়ের পছন্দকে গুরুত্ব দিয়ে বিয়ে করেছি। দাম্পত্য জীবনে আমরা ভীষণ সুখে আছি। সবার কাছে দোয়া চাই, জীবনের বাকিটা সময় যেন পরষ্পরের অপরিহার্য হয়ে একসঙ্গে থাকতে পারি।

পলাশ আরও বলেন, ঘরোয়া পরিসরে অনাড়ম্বর আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছি। বিয়েতে দুই পরিবারের সদস্যরা ছাড়া কেউ ছিলেন না। আগামী ফেব্রুয়ারিতে বড় পরিসরে বিবাহোত্তর অনুষ্ঠানের আয়োজন করার পরিকল্পনা আছে।

আরও পড়ুন