বিনোদন, ঢালিউড, টেলিভিশন

বিয়ে করে ট্রলের মুখে শমী কায়সার

কামরুল ইসলাম

ডিবিসি নিউজ

শনিবার ১০ই অক্টোবর ২০২০ ০৮:০০:১৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজধানীর ইস্কাটনে শমীর বাসায় শুক্রবার রাতে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তাদের বিয়ের কিছু ছবি স্যোসাল মিডিয়ায় প্রকাশ পাওয়ার পরেই ট্রলের মুখোমুখি হতে হচ্ছে।

বিয়ে করেছেন শমী কায়সার; রেজা আমিন সুমন নামে একজন ব্যবসায়ীর সঙ্গে গাটছড়া বাঁধলেন পুরোদস্তুর ব্যবসায়ী বনে যাওয়া এই অভিনেত্রী। গতকাল তাদের বিয়ে হয়। তারপরই সামাজিক যোগাগোগ মাধ্যমে ভাইরাল হয় এই নবদম্পতির ছবি। নানা আপত্তিকর ক্যাপশনে যোগাযোগ মাধ্যমে চলছে বিশ্লেষণ।

এটি শমীর তৃতীয় বিয়ে; এর আগে একজন ভারতীয় নাগরিক ও আরেকজন বাংলাদেশি নাগরিকের সঙ্গে তার বিয়ের খবর এসেছিল বিভিন্ন গণমাধ্যমে। শমীর অভিনয়ে অভিষেক ঘটে নব্বই দশকের শুরুর দিকে। পরিচালক আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় তিন পর্বের ধারাবাহিক নাটক ‘যত দূরে যাই’-এ অভিনয় করে দর্শকদের মাঝে পরিচিতি পান তিনি। পরে নক্ষত্রের রাত, ছোট ছোট ঢেউ, অন্তরে নিরন্তরে, স্বপন, ঠিকানাসহ দর্শকপ্রিয় বহু নাটকে অভিনয় করেছেন শমী কায়সার।

নাটকের পাশাপাশি কয়েকটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন শমী; ধানসিঁড়ি প্রোডাকশন নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান রয়েছে তার।

আরও পড়ুন