বাংলাদেশ, রাজধানী

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

সোমবার ২৫শে আগস্ট ২০২৫ ১০:১০:৫৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বুকে ব্যথা অনুভব করায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

আজ সোমবার (২৫শে আগস্ট) কারা কর্তৃপক্ষ তাকে হাসপাতালে নিয়ে আসার পর থেকে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন।
 

বিএসএমএমইউ'র পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দীন জানান, “তার বুকে ব্যথা হওয়ায় হাসপাতালে আনা হয়েছে। তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন।”
 

সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের সাবেক চেয়ারম্যান খায়রুল হককে গত ২৪শে জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে যুবদল কর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠায় আদালত।

এছাড়া, তার বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত রায় জালিয়াতির অভিযোগে আরেকটি মামলা রয়েছে।
 

বিচারপতি খায়রুল হক বাংলাদেশের ১৯তম প্রধান বিচারপতি ছিলেন। গত ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন