বিনোদন

বুধবার থেকে অর্ধেক দর্শনার্থী নিয়ে থিম পার্ক খুলতে চান মালিকরা

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

সোমবার ৯ই আগস্ট ২০২১ ০৯:১৮:৫২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বুধবার থেকে দেশের বিনোদন ও থিম পার্ক খুলতে চায় এ খাতের মালিক সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব এমিউজমেন্ট পার্কস অ্যান্ড অ্যাট্রাকশনস-বাপা।

সংগঠনটির পাঠানো এক বিজ্ঞপ্তিতে, স্বাস্থ্যবিধি মেনে ধারণক্ষমতার অর্ধেক দর্শনার্থী নিয়ে বিনোদন কেন্দ্রগুলো খুলে দেয়ার আবেদন জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০ সালে করোনাভাইরাসের প্রথম ধাপের সংক্রমণে, দীর্ঘদিন বন্ধ থাকায়, প্রতিষ্ঠানগুলো ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়ে। তারপরও, সব শ্রমিক-কর্মচারি ও কর্মকর্তাদের বেতন ভাতা সময় মতো পরিশোধ করা হয়েছে। এ বছর মহামারির দ্বিতীয় আঘাতে, গত এপ্রিল থেকে আবারও থিম পার্কগুলো বন্ধ রাখতে হয়েছে। এতে বিভিন্ন রাইডের যন্ত্রগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এমন অবস্থায়, থিম পার্কগুলো খুলে দেয়ার আহ্বান জানিয়েছে বাপা।  

একই সঙ্গে, আগামী তিন বছরের জন্য কর্পোরেট কর ছাড়া ভ্যাট, আমদানি শুল্ক ও সম্পূরক শুল্পসহ অন্যান্য করও মওকুফের আবেদন জানানো হয়েছে। 

আরও পড়ুন