বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়াতে হুমকি দেয়া হয়েছে বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে। এরইমধ্যে বিসিবির পক্ষ থেকে নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (৫ই সেপ্টেম্বর) রাতে অজ্ঞাত পরিচয়ে একজন ফোন কলে বুলবুলকে নির্বাচনে অংশ না নেয়ার কথা বলেন। এর আগে গত ৩০শে মে ক্রিকেট বোর্ডের দায়িত্ব নেয়ার পর স্বল্প সময়ের জন্য সভাপতিত্ব করার পাশাপাশি নির্বাচন করার কথাও বলেন আমিনুল ইসলাম বুলবুল।
তবে, সম্প্রতি সিলেট সফরে গিয়ে বিসিবির আসন্ন নির্বাচনে পরিচালক পদে অংশ নেয়ার কথা বলেন তিনি। এমন ঘটনার পর বুলবুল আতঙ্কিত হয়ে পড়েন এবং নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন।
ডিবিসি/এনএসএফ