অপরাধ, রাজধানী

'বুলেট বাবু বলছি, পাঁচ লাখ টাকা লাগবে, না হলে উপরে পাঠিয়ে দেবো'

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

রবিবার ২৮শে নভেম্বর ২০২১ ০২:০২:১৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

শহরে এসেছে নতুন সন্ত্রাসী। নাম বুলেট বাবু। ব্যবসায়ী, চাকরিজীবী ও বাড়িওয়ালাদের কাছে ফোন করে দাবি করেছে লাখ লাখ টাকার চাঁদা। দিয়েছে প্রাণনাশের হুমকিও।

যখন-তখন ফোন করে ব্যবসায়ী, চাকরিজীবী ও বাড়িওয়ালাদের তটস্থ রাখছে কথিত সন্ত্রাসী বুলেট বাবু। কেবল তাই-ই নয়, ফোন না ধরলে টার্গেট ব্যক্তির প্রতিদিনের গতিবিধি জানিয়ে টেক্সট মেসেজে একটু পরপরই দিতো হুমকি।

এ নিয়ে মামলা হলে সহযোগীসহ বুলেটকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। জিজ্ঞাসবাদে বেরিয়ে এসেছে কথিত এই সন্ত্রাসীর কারসাজি। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার হিসেবে তার কাছে শত শত ব্যক্তির ফোন নম্বর রয়েছে। এরমধ্যে যারা অবস্থাসম্পন্ন, তাদের গাড়ির চালকদের সঙ্গে আতাঁত করে তথ্য সংগ্রহ করে বুলেট। তারপর আইপি নম্বর থেকে ফোন করে ভাড়াটে খুনি পরিচয়ে চাঁদা দাবি করে সে। তার সহযোগী হিসেবে গ্রেপ্তার শফিকুল ছিল এক ভুক্তভোগীর গাড়ির চালক।

সহযোগীসহ বুলেট বাবুকে গ্রেপ্তার করার পর গোয়েন্দা পুলিশ জানিয়েছে, দ্রুত ধনী হতেই আইপি নম্বর থেকে, টার্গেট করা ব্যক্তিকে, সন্ত্রাসী পরিচয়ে, ফোন করে চাঁদা দাবি করে আসছিল সে।

ডিএমপি গোয়েন্দা বিভাগের (সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম) উপ কমিশনার মুহাম্মদ শরীফুল ইসলাম বলেন, শীর্ষ সন্ত্রাসীর কথা বলে যদি মকেউ ফোন করে আমরা তাদের পরামর্শ দিচ্ছি কেউ যাতে তা আমলে না নেয়। এমন কিছু হলে সাথে সাথেই নিকটস্থ থানায় যোগাযোগ করবেন অভিযোগ দিবেন। আমরা অবশ্যই এ ধরনের দুষ্কৃতিকারীদের আইনের আওতায় আনবো।

বিদেশে পালিয়ে থাকা শীর্ষ সন্ত্রাসীদের নাম ভাঙিয়েও চলে চাঁদাবাজি। তবে পুলিশের দাবি, এর বেশিরভাগই ধূর্ত প্রতারকদের কাজ।

আরও পড়ুন