আন্তর্জাতিক, ভারত

বুড়ো হচ্ছেন ট্রাম্প: আক্রান্ত বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক সমস্যায়

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

শুক্রবার ১৮ই জুলাই ২০২৫ ১০:০৬:০১ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পায়ে সম্প্রতি ফোলা ভাব দেখা দেওয়ার পর, তার ‘ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি’ শনাক্ত হয়েছে।

হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, ৭৯ বছর বয়সী ট্রাম্পের পায়ে ডপলার আল্ট্রাসাউন্ড পরীক্ষায় এই অবস্থাটি ধরা পড়ে, যা ৭০ বছরের বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে প্রায়ই দেখা যায়। চিকিৎসকের নোটে বলা হয়েছে, পরীক্ষায় ডিপ ভেইন থ্রম্বোসিস (ডিভিটি), হার্ট ফেইলিউর বা কিডনির সমস্যার মতো কোনো গুরুতর রোগের লক্ষণ পাওয়া যায়নি এবং তার ল্যাব পরীক্ষার ফলাফল স্বাভাবিক।

 

বিশেষজ্ঞরা জানিয়েছেন, এটি বার্ধক্যের একটি স্বাভাবিক অংশ এবং প্রেসিডেন্টের ওজনের কারণেও এটি হতে পারে। তাদের মতে, মূল বিষয়টি ছিল গুরুতর কোনো রোগ আছে কিনা তা নিশ্চিত হওয়া, যা পরীক্ষায় নাকচ হয়ে গেছে।

 

সম্প্রতি ফিফা বিশ্বকাপের ফাইনালের সময় তোলা ট্রাম্পের পায়ের একটি ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়লে তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি হয়। এরপরেই হোয়াইট হাউস থেকে এই বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়।

 

তথ্যসূত্র সিএনএন

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন