জেলার সংবাদ, কৃষি

বৃষ্টির মিশ্র প্রভাব সবজি ক্ষেতে, ব্যস্ত কৃষকরা

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৭ই নভেম্বর ২০১৯ ০৪:১৩:১২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কয়েকদিনের বৃষ্টিতে মিশ্র প্রভাব দেখা দিয়েছে নাটোরের বিভিন্ন মাঠে। কোথাও ক্ষতিগ্রস্ত হয়েছে শীতের সবজি, কোথাওবা বৃষ্টিতে উপকার হয়েছে।

শীতের সবজি চাষে ব্যস্ত সময় কাটাচ্ছেন নড়াইলের কৃষকেরা। তাদের সবজি বিষমুক্ত বলে চাহিদাও বেশি। কৃষকদের উন্নতমানের বীজের উৎস, সার,ও চাষের সকল ধরনের পরামর্শ দিয়ে সহযোগিতা করছে কৃষি বিভাগ।

২ বিঘা জমিতে খরচ হয়েছে ১৫ থেকে ২০ হাজার টাকা। উৎপাদন হবে দেড় থেকে দুই লাখ টাকার কপি। এটা নড়াইল সদরের গোবরা ইউনিয়নের সবজি চাষি ইউনূস শেখের হিসাব।

এ বছর, তার মত শত শত কৃষক আবাদ করছেন ফুলকপি, বাধাঁকপি, শালগম, শিমসহ প্রায় সব ধরনের শীতের সবজি। তারা সারা বছরই সবজির চাষ করেন। তবে, তিন রকমের ফুলকপির চাষই বেশি হয়। সঙ্গে মিশ্র ফসল হিসেবে মাঝে মাঝে মিষ্টি কুমড়া, পুঁইশাকসহ বিভিন্ন সবজির চারাও রোপন করেন তারা।

বিষমুক্ত শীতের সবজি চাষে উন্নতমানের বীজ, সার, বালাইদমন পদ্ধতিসহ সব ধরনের পরামর্শ ও প্রশিক্ষণ দিচ্ছে কৃষি বিভাগ।

এদিকে, হেমন্তের বৃষ্টিতে কিছুটা ক্ষতি হয়েছে নাটোরের নিচু জমিতে আবাদ করা শীতের আগাম সবজি ও রোপা আমন ধানের। তবে, উঁচু জমিতে চাষ করা সবজি ও ধানের অনেক উপকার হয়েছে। ভারি বৃষ্টি হওয়ায় অনেকে সেচের খরচ থেকে বেঁচে গেছেন।

এবারে, নাটোরে ৬০ হাজার হেক্টর জমিতে রোপা আমন ধান ও ৫৯ হাজার হেক্টর জমিতে শীতের সবজি চাষ হয়েছে।

আরও পড়ুন