বাংলাদেশ, কৃষি

বৃষ্টি কবে নামতে পারে জানাল আবহাওয়া অফিস

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১৭ই অক্টোবর ২০২৩ ০৮:০৯:৩৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

লাগাতার বৃষ্টির পর গত কয়েকদিনে বৃষ্টি দেখা পাওয়া যায় নি। শুষ্ক আবহাওয়ার সঙ্গে রোদের প্রাধান্য ছিল। তবে দুই একদিন পরে আবার বৃষ্টি নামতে পারে। অবশ্য ঢাকাসহ কিছু জায়গায় আজও ‍সামান্য বৃষ্টির দেখা মিলতে পারে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আগাম কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৫ দিনের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অবশ্য আগামী দুই থেকে তিন দিনের মধ্যে বৃষ্টিপাতের দেখা না পাওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস জানায়, মৌসুমি বায়ু বিদায় নেওয়ায় আপাতত সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে ২০ থেকে ২৪ অক্টোবর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া ১৮ এবং ১৯ অক্টোবর আবহাওয়ার পরিস্থিতি একই থাকবে। তবে পরবর্তী পাঁচ দিনে অর্থাৎ ২০ থেকে ২৪ অক্টোবর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় শুধু রাজশাহীর বদলগাছীতে বৃষ্টি হয়েছে। বৃষ্টিপাতের পরিমাণ ছিল ০ দশমিক ৫ মিলি মিটার। তার আগের ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোনো বৃষ্টিপাত হয়নি।

আরও পড়ুন