বাংলাদেশ, জাতীয়

বৃহস্পতিবারের মধ্যে 'জুলাই সনদ' চূড়ান্ত করতে চায় ঐকমত্য কমিশন

ডেস্ক ‍নিউজ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২৯শে জুলাই ২০২৫ ০৬:৫৮:৩৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বৃহস্পতিবারের মধ্যে সনদ চূড়ান্ত করার আশাবাদ ব্যক্ত করেছেন।

আজ মঙ্গলবার (২৯শে জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের ২১তম দিনের বৈঠকে এই আশাবাদ ব্যক্ত করনে তিনি।

 

এদিকে ঐকমত্য কমিশনের দেওয়া জুলাই সনদের খসড়াকে অসম্পূর্ণ ও বিপজ্জনক বলে আখ্যা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

 

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, এই খসড়া তারা গ্রহণ করতে পারবে না। যদিও ঐকমত্য কমিশন আগামী বৃহস্পতিবারের মধ্যে এই সনদ চূড়ান্ত করতে চায়।


২১তম দিনের বৈঠকের পর জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, এই খসড়া অসম্পূর্ণ ও বিপজ্জনক। সনদের আইনি ভিত্তির জন্য অধ্যাদেশ বা গণভোটের দাবিও জানিয়েছে দলটি। 

 

এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন বলেন, তাদের দাবি অনুযায়ী সনদ তৈরি না হলে এতে সই করার বিষয়টি ভেবে দেখা হবে।


এর আগে কমিশনের সঙ্গে বৈঠকে এক ব্যক্তি প্রধানমন্ত্রী পদে সর্বোচ্চ ১০ বছর এবং সংবিধানের ৭০ অনুচ্ছেদ পরিবর্তনসহ ১২টি মৌলিক সংস্কার প্রস্তাবে দলগুলো একমত হয়েছিল। তবে মঙ্গলবারের দেওয়া খসড়ায় কোন কোন বিষয়ে ঐকমত্য হয়েছে, তা উল্লেখ করা হয়নি। বৈঠকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানান, তার দল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় প্রধান উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে র‍্যাঙ্ক চয়েসের পক্ষে নয়।

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন