আন্তর্জাতিক

বেইজিংয়ে রোবটদের ফুটবল ম্যাচ: যতটা না গোল, তার চেয়ে বেশি হোঁচট

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

সোমবার ৩০শে জুন ২০২৫ ১২:২৪:৫৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত হলো এক ভিন্নধর্মী ফুটবল টুর্নামেন্ট, যেখানে খেলোয়াড় ছিল মানুষ নয়, হিউম্যানয়েড রোবট।

শনিবার (২৮শে জুন) আয়োজিত এই রোবটিক ফুটবল ম্যাচে রোবটদের যেমন গোল করতে ও কিক করতে দেখা গেছে, তেমনি বারবার হোঁচট খেয়ে পড়ে যেতেও দেখা গেছে, যা দর্শকদের জন্য এক মজাদার ও অভিনব অভিজ্ঞতার জন্ম দিয়েছে।

 

‘রোবো লিগ’ নামের এই টুর্নামেন্টে চারটি দল একে অপরের বিরুদ্ধে ৩-বনাম-৩ ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই রোবটগুলো কোনো রিমোট কন্ট্রোলে চলছিল না। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) চালিত কৌশল ব্যবহার করে সম্পূর্ণ স্বায়ত্তশাসিতভাবে (autonomously) তারা মাঠে খেলছিল।

 

আয়োজকরা জানিয়েছেন, এই অনুষ্ঠানটি ছিল আগামী আগস্ট মাসে বেইজিংয়ে অনুষ্ঠিত হতে যাওয়া 'ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেমস'-এর একটি পূর্বপ্রস্তুতি। এই টুর্নামেন্টের মাধ্যমে রোবটগুলোর সক্ষমতা যাচাই করে নেওয়া হলো।

 

তথ্যসূত্র বিবিসি

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন