বাংলাদেশ, আন্তর্জাতিক

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কমনওয়েলথ মহাসচিবের শোক

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কমনওয়েলথ মহাসচিব শার্লি বোচওয়ে।

মঙ্গলবার (৩০শে ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি এই শোকবার্তা জানান।

 

শোকবার্তায় শার্লি বোচওয়ে বলেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যদের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি। শোকের এই কঠিন সময়ে আমাদের হৃদয় ও পূর্ণ সহমর্মিতা বাংলাদেশের জনগণের সঙ্গেই রয়েছে।

 

এদিকে, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কেবল কমনওয়েলথ নয়, শোক জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, ভারত ও পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন দেশ। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও গুরুত্বসহকারে প্রচার করা হচ্ছে তাঁর মৃত্যুর সংবাদ।

 

উল্লেখ্য, এর আগে মঙ্গলবার ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। তার মৃত্যুর বিষয়টি বিএনপির মিডিয়া সেল তাদের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে নিশ্চিত করে।

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন