আন্তর্জাতিক, ভারত

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকপ্রস্তাব উঠছে ভারতের রাজ্যসভায়

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে আজ এক শোকপ্রস্তাব উত্থাপন করা হচ্ছে।

আজ বুধবার (২৮ জানুয়ারি) ভারতের পার্লামেন্টের বাজেট অধিবেশনের প্রথম কার্যদিবসেই এই শোকপ্রস্তাবটি আনা হবে বলে রাজ্যসভার অফিশিয়াল কার্যতালিকা থেকে নিশ্চিত হওয়া গেছে।

 

গতকাল বুধবার (২৭ জানুয়ারি) প্রকাশিত ওই কার্যতালিকা অনুযায়ী, আজকের অধিবেশনে মোট তিনজন প্রয়াত বিশিষ্ট নেতার স্মরণে শোকপ্রস্তাব পেশ করা হবে। এই তালিকায় বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছাড়াও রয়েছেন ভারতের সাবেক সংসদ সদস্য এল গণেশন এবং সাবেক সংসদ সদস্য ও ভারতের সাবেক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুরেশ কালমাদি।

 

একই দিনে ভারতের নিম্নকক্ষ লোকসভাতেও একাধিক প্রয়াত নেতার স্মরণে শোকপ্রস্তাব আনার কথা রয়েছে। লোকসভার সেই তালিকায় সুরেশ কালমাদিসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত রয়েছে। সাধারণত সংসদীয় রীতি অনুযায়ী, অধিবেশনের শুরুতে শোকপ্রস্তাব গ্রহণ এবং এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে প্রয়াত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

 

উল্লেখ্য, ভারতের সংসদের এবারের বাজেট অধিবেশন শুরু হয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের মধ্য দিয়ে। অধিবেশনের প্রথম দিনের নির্ধারিত কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবেই এই শোকপ্রস্তাবগুলো গ্রহণ করা হবে।

 

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। পরদিন ৩১ ডিসেম্বর রাষ্ট্রীয় মর্যাদায় রাজধানী ঢাকার জিয়া উদ্যানে তার দাফন সম্পন্ন হয়। সেখানে তার স্বামী, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। প্রতিবেশী দেশের সাবেক সরকার প্রধান হিসেবে তার মৃত্যুতে ভারতের পার্লামেন্টের এই শ্রদ্ধা নিবেদন দুই দেশের কূটনৈতিক ও রাজনৈতিক শিষ্টাচারের বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে।

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন