আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
ফেনী-১ ও বগুড়া-৭ আসনে বেগম খালেদা জিয়া এবং বগুড়া-৭ ও বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে এসব ফরম সংগ্রহ করেন দলীয় নেতারা
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, আচরণবিধি মেনেই সব কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
অন্যদিকে, নির্বাচনে অংশ নেওয়ার আনুষ্ঠানিক যাত্রা শুরু করলেও লেভেল প্লেয়িং ফিল্ড বা সমান সুযোগ নিয়ে সংশয় প্রকাশ করেছে জাতীয় পার্টি।
রবিবার বিকেলে ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বেগম জিয়ার পক্ষে ফেনী-১ আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব। এসময় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে বগুড়া-৭ আসন থেকে বিএনপি চেয়ারপারসনের পক্ষে মনোনয়ন সংগ্রহ করেন তার উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু। এছাড়া বগুড়া-৬ আসন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
এদিকে রংপুর আঞ্চলিক নির্বাচন কার্যালয় থেকে রংপুর-৩ আসনে জিএম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা। এর মধ্য দিয়ে জাতীয় নির্বাচনে দলটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হলেও মোস্তাফিজার রহমান মোস্তফা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সংশয় প্রকাশ করেন।
এছাড়া মুন্সিগঞ্জ-৩, গোপালগঞ্জ-২, ফরিদপুর-২, রংপুর-৩ এবং পার্বত্য রাঙামাটি আসন থেকে নির্বাচনে লড়তে আরও নয়জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
ডিবিসি/ এইচএপি