সাড়ে তিন মাস লন্ডনে চিকিৎসা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সোমবার সকালে দেশে ফিরবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটেই ঢাকায় ফিরছেন তিনি। তাকে অভ্যর্থনা জানাতে উদগ্রীব হয়ে আছে দলের নেতাকর্মীরা। তবে দলের পক্ষ থেকে বিমানবন্দরে ভিড় না করতে অনুরোধ জানানো হয়েছে।
স্বাস্থ্যগত জটিলতা সত্ত্বেও নিয়মিত ফ্লাইটে দেশে ফেরার সিদ্ধান্ত নেন বেগম খালেদা জিয়া নিজেই। ৪ঠা মে (রবিবার) স্থানীয় সময় রাতে তিনি লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। তার ফ্লাইটটি সিলেট হয়ে ৫ই মে (সোমবার) সকাল ১১টার দিকে ঢাকায় পৌঁছানোর কথা। এ সফরে তার সঙ্গী হচ্ছেন দুই পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান ও শর্মিলা রহমান।
যুক্তরাজ্য বিএনপি জানিয়েছে, লন্ডনের হিথ্রো বিমানবন্দরে বেগম খালেদা জিয়াকে বিদায় জানাতে দলটির শত শত নেতা-কর্মী প্রস্তুত রয়েছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন জানিয়েছেন, দলের চেয়ারপারসনকে অভ্যর্থনা জানাতে অপেক্ষা করছেন তারা। গত ৮ই জানুয়ারি চিকিৎসার জন্য লন্ডনে যান সাবেক এই প্রধানমন্ত্রী।
ডিবিসি/ অমিত