বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্সটি আগামীকাল (মঙ্গলবার) সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার অনুমতি পেয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। সূত্রটি আরও জানিয়েছে যে, চাইলে এয়ার অ্যাম্বুলেন্সটি সেদিন রাত ৯টায় ঢাকা ত্যাগ করতে পারবে।
এর আগে, রাতে মেডিক্যাল বোর্ডের সাথে তার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান বৈঠক করেছেন এবং জানানো হয়েছে যে বেগম খালেদা জিয়ার সিটি স্ক্যান রিপোর্ট স্বাভাবিক এসেছে।
উল্লেখ্য, গত শনিবার এফএআই অ্যাভিয়েশন গ্রুপ যে আবেদন করেছিল, তাতে মূলত মঙ্গলবার ঢাকায় অবতরণ এবং পরের দিন বুধবার লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার সূচি চাওয়া হয়েছিল। এই পরিস্থিতিতে তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি না ছড়ানোর পরামর্শ দিয়েছেন।
ডিবিসি/আরএসএল