সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানী ঢাকামুখী হাজারো নেতাকর্মী।
মঙ্গলবার (৩০শে ডিসেম্বর) দুপুরের পর থেকেই শোকাতুর নেতাকর্মীরা শেষবারের মতো তাদের নেত্রীকে একনজর দেখার আশায় ঢাকার উদ্দেশে রওনা হতে শুরু করেন।
জানা গেছে, বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর থেকেই দেশের দূরবর্তী জেলাগুলো থেকে গণপরিবহন, ট্রেন, লঞ্চ ও ব্যক্তিগত গাড়িসহ যে যেভাবে পারছেন ঢাকার পথে ছুটছেন। অনেকেই রাতের বাসে রাজধানীর পথ ধরেছেন। বিশেষ করে ভোলা, বরিশাল ও চাঁদপুর অঞ্চল থেকে নদীপথে লঞ্চযোগে বিপুল সংখ্যক নেতাকর্মী ঢাকায় আসছেন বলে খবর পাওয়া গেছে। এছাড়া রেলে ও সড়কপথেও নেতাকর্মীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে।
ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলোর নেতাকর্মীরা বুধবার (৩১শে ডিসেম্বর) সকাল থেকেই জানাজাস্থল মানিক মিয়া অ্যাভিনিউয়ের উদ্দেশে যাত্রা শুরু করবেন।
প্রিয় নেত্রীর বিদায়ে নেতাকর্মীদের চোখে-মুখে গভীর শোক ও মলিনতার ছাপ। সারাদেশের দলীয় কার্যালয়গুলোতে শোকের ছায়া নেমে এসেছে এবং কার্যালয়গুলোতে কালো পতাকা উত্তোলন করা হয়েছে।
বুধবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবন মাঠ ও মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার নামাজে ইমামতি করবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব। জানাজা শেষে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।
উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। মৃত্যুর সময় হাসপাতালে তাঁর বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পরিবারের নিকটাত্মীয়রা উপস্থিত ছিলেন।
ডিবিসি/এএমটি