বাংলাদেশ

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রয়াণে শোকাহত দেশ; তার আত্মার মাগফেরাত কামনা করে শোক বার্তা এসেছে দল-মত-নির্বিশেষে।

আশির দশকে বিএনপির হাল ধরে খালেদা জিয়া স্বৈরাচার পতনের আন্দোলনে কী ভূমিকা রেখেছেন, পরবর্তীতে তিন দফা রাজপথ থেকে প্রধামন্ত্রীর চেয়ারে বসেছেন, গণতান্ত্রিক আন্দোলনে মাঠে থেকে কাজ করে গেছেন- বিভিন্ন দল ও সংগঠনের শোকবার্তায় এসবই স্মরণ করে তার প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে।

 

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মঙ্গলবার ভোরে শেষ নিশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। তার মৃত্যুর খবরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান এক শোক বার্তায় খালেদা জিয়ার জন্য প্রার্থনা করেন।

 

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ফেইসবুক পোস্টে বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে তার সাহসী নেতৃত্ব গণতান্ত্রিক অধিকার আদায়ে এদেশের মানুষকে পথ দেখিয়েছে। নব্বইয়ের গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সংসদীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক পরিবেশ পুনরুদ্ধারে রেখেছেন অসামান্য ভূমিকা।

 

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি রাজনৈতিক দল হয়ে উঠেছিল। বাস্তবে নানা ব্যক্তিগত দুর্যোগ, পারিবারিক শোক, বিপর্যয়- সবকিছুকে পায়ে দলে দেশের ডাকে এরশাদবিরোধী আন্দোলনে তিনি আপসহীন নেতৃত্বের ভূমিকা পালন করেছেন।

 

লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ এক শোক বার্তায় বলেন, দেশের মুক্তিযুদ্ধ, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে বেগম খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। দেশ ও জাতির সার্বভৌমত্বের প্রশ্নে তিনি ছিলেন আপসহীন।

 

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল শোক প্রকাশ করে বিবৃতিতে বলেন খালেদা জিয়ার মৃত্যুতে দেশবাসীর মত আমরাও আজ শোকে মুহ্যমান। বাংলাদেশে গণতান্ত্রিক সংগ্রাম ও রাষ্ট্র পরিচালনায় তিনি এখন অনন্য উদাহরণ হয়ে থাকবেন।

 

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ), ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই), সৌদি আরব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি,  ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ), ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ), জাতীয় প্রেস ক্লাব, বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরাম (বিএজেএফ), ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই), ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই), বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন(বাজুস) ও আবাসন খাতের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শোক ও বিবৃতি প্রকাশ করা হয়।

 

আরও পড়ুন: আজ বেলা ২টায় বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন