বাংলাদেশ, রাজনীতি

বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে রাতে মেডিক্যাল বোর্ডের বৈঠক

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাত্রা আবারও পিছিয়ে গেছে।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন এই নেত্রীকে শুক্রবার (৫ই ডিসেম্বর) ভোরে কাতারের আমিরের পাঠানো একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে যুক্তরাজ্যে নিয়ে যাওয়ার কথা ছিল।


কাতারের আমিরের নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্সটিতে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় সেটি ঢাকায় আসতে পারেনি।


শনিবার (৬ই ডিসেম্বর) সকালে বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে কি না, সে বিষয়ে রাতে সিদ্ধান্ত জানাবে মেডিক্যাল বোর্ড।


ঢাকাস্থ কাতার দূতাবাস প্রথমে জানিয়েছিল, কাতার সরকারের পক্ষ থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠানো হবে। পরবর্তীতে দূতাবাস জানায়, কাতার সরকারের ব্যবস্থাপনায় জার্মানির একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসবে।


এদিকে শুক্রবার প্রফেসর ডা. এ কিউ এম মহসিনের তত্ত্বাবধানে বেগম খালেদা জিয়ার এন্ডোস্কোপি সম্পন্ন হয়েছে।

 

ডিবিসি/এসএফএল

আরও পড়ুন