যশোরের বেনাপোল স্থলবন্দর থেকে সাইবেরিয়ার ভিসা লাগানো ২০টি বাংলাদেশি পাসপোর্টসহ বোচারাম প্রামাণিক নামে এক ভারতীয় ট্রাকচালককে আটক করেছে বন্দর নিরাপত্তা কর্মীরা।
বৃহস্পতিবার (৩রা জুলাই) রাত ১১টার দিকে বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনালে প্রবেশ করা একটি ভারতীয় ট্রাকে তল্লাশি চালিয়ে পাসপোর্টগুলো জব্দ করা হয়।
আটক বোচারাম প্রামাণিক ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁও থানার কালোপুর বেলের মাঠ গ্রামের গোষ্ঠ প্রামাণিকের ছেলে। তিনি ডব্লিউবি-২৫-এফ-৪৩১০ নম্বরের ভারতীয় ট্রাকটি চালিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেন।
বেনাপোল স্থলবন্দরের আনসার কমান্ডার হেলাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে ভারত থেকে আসা একটি ট্রাকের চালকের মাধ্যমে কিছু বাংলাদেশি পাসপোর্ট পাচার হচ্ছে। সেই তথ্যের ভিত্তিতে, ভারত থেকে বন্দরে প্রবেশ করা প্রতিটি ট্রাক তল্লাশি করা হয়। এক পর্যায়ে বোচারাম প্রামাণিকের ব্যাগ তল্লাশি করে ২০টি পাসপোর্ট পাওয়া যায়, যেগুলোর প্রত্যেকটিতে সাইবেরিয়ার ভিসা লাগানো ছিল।
হেলাল উদ্দিন আরও জানান, বিষয়টি তাৎক্ষণিকভাবে বন্দর পরিচালককে জানানো হয়েছে। অবৈধভাবে পাসপোর্ট বহনের অভিযোগে আটক চালকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
ডিবিসি/এএনটি